
ফ্রান্সে জালাল আহমদ নামে একজন বাংলাদেশীকে হত্যা করা হয়েছে। জানাযায় ফ্রান্সের প্যারিস থেকে ২৮ কিলোমিটার দূরে সারজি(cergy) এলাকাতে ১৮ জুলাই শনিবার রাতে জালাল আহমদ (৩০) বাংলাদেশীকে ২ জন আফ্রিকান মিলে হত্যা করেছে ।
তিনি সারজি (Cergy) এলাকাতে সরকারি একটি বাসায় দুইজন আফ্রিকান নাগরিকের সাথে একত্রে বসবাস করে। জালাল আহমদ এর মৃত দেহ প্যান্টের বেল্ট দিয়ে পালঙ্কের খুঁটির সাথে ঝুলিয়ে রাখে হয়।
জালাল আহমদ’র এক বন্ধুর কাছ থেকে জানাযায় জালাল গত কিছু দিন আগে ৭০০ ইউরো দামের একটি মোবাইল ফোন ক্রয় করে ।
ধারণা করা হচ্ছে এই মোবাইলের কারণে হত্যাকাণ্ড হতে পারে। মৃত জালালের বাড়ি সিলেটের আখালিয়া ধামালি পাড়া সোনালি আবাসিক এলাকার মৃত আম্তর আলীর ছেলে।
শেষ খবর পাওয়া পর্যন্ত লাশটি পুলিশ হেফাজতে রয়েছে। রুমের বাকী সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানাযায়।