৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় ক্ষতিপূরণসহ ৬দফা দাবীতে গ্রামবাসীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসুচি পালন




বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় ক্ষতিপূরণসহ ৬দফা দাবীতে গ্রামবাসীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসুচি পালন

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৮ ২০২৪, ১৯:২২ | 624 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলকায় ক্ষতিপুরনসহ ৬দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচি পালন করেছেন ক্ষতিগ্রস্থ গ্রামবাসীরা।
মঙ্গলবার (৮সেপ্টম্বর) সকাল ১০টায় বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্থদের দাবি আদায় বাস্তবায়ন কমিটির ব্যানারে বিভিন্ন দাবী সম্মলিত ব্যানার ফেষ্টুন হাতে খনির মুল ফটকের সামনে দাড়ীয়ে দুই ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসুচি পালন করা হয়। এর আগে ক্ষতিগ্রস্থ ১৩টি গ্রামের প্রায় ২ হাজার বিভিন্ন বয়সি নারী-পুরুষ দলে দলে বিক্ষোভ মিছিল নিয়ে খনি গেটের সামনে সমবেত হন।
এসময় বক্তব্য রাখেন, বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্থদের দাবি আদায় বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ গোলাম মোস্তফা। তিনি বলেন, বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্থদের দাবি আদায়ে একাধিকবার লিখিতভাবে জানালেও কর্তৃপক্ষ কোন তোয়াক্কা করেন নি। এতে খনি কর্তৃপক্ষের কাছে ঘর-বাড়ী সার্ভের মাধ্যমে পদক্ষেপ গ্রহণের দাবী জানানো হয়। সেই মর্মে বৈগ্রাম-কাশিয়া ডাঙ্গা, মোবারকপুর, জব্বর পাড়া, দক্ষিণ রসুলপুর (বড়), দক্ষিণ রসুলপুর  (ছোট), পূর্ব জ্জবর পাড়া, চক মহেশপুর, হামিদপুর, উত্তর চৌহাটি, চৌহাটি, সাহাগ্রাম, দূর্গাপুরসহ খনি এলাকার ১৩টি গ্রামের ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণসহ ৬দফা দাবী জানানো হয়। কিন্তু খনি কর্তৃপক্ষ তাদের দাবীর প্রতি কোন গুরুত্ব দিচ্ছে না। সে কারণে তারা বারবার আন্দোলন করতে বাধ্য হচ্ছর। আগামী ২০ দিনের মধ্যে দাবী মেনে না নিলে খনি ঘেরাও করা হবে বলেো তিনি হুশিয়ারী দেন।
৬দফা দাবীর মধ্যে রয়েছে, খনি কর্তৃপক্ষের সমঝোতা চুক্তি মোতাবেক ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবার থেকে চাকুরি । ক্ষতিগ্রস্থ এলাকার ১৩টি গ্রামের যেসব ঘরবাড়ীতে ঝুঁকিপূর্ণভাবে পরিবার পরিজন নিয়ে বসবাস করছে তাদেরকে দ্রততম পুন:বাসন করা। ক্ষতিগ্রস্থ এলাকার ভূমিহীন প্রতিটি পরিবারকে মাইনিং সিটি অথবা উন্নতমানের বাসস্থান তৈরি করে দেয়া। ক্ষতিগ্রস্থদের এককালীন অবশিষ্ট ক্ষতিপূরণের টাকা পরিশোধ। ক্ষতিগ্রস্থদের সুপেয় পানির ব্যবস্থা করাএবং ক্ষতিগ্রস্থদের মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, হাসপাতাল ও রাস্তা পূর্ণ নির্মান করে দেয়া। ক্ষতিগ্রস্থদের মধ্যে যাদের জমি থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে তাদেরকে কয়লা উৎপাদন বোনাস ৫% প্রদান।
গ্রামবাসীরা বলেন, তাদের এলাকা ধ্বংস হয়ে গেছে। এখন কিছুই বাঁকি নাই। বর্তমান যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলির জনসাধারণ  রাতে ঘুমাতে পারছেনা।  তারা প্রতি মূহুতে সামনে বিপদ দেখছে। চৌহাটি গ্রামের গৃহবধু মোছাঃ মোসলেমা বেগম, মালেকা বেগম বলেন, খনির ভূগর্ভে মাইন বিস্ফোরনের সময় কম্পন সৃষ্টি হয়ে তাদের বাড়ীঘরে ফাটল ধরে ধ্বংস হয়ে যাচ্ছে। রাতে ঘুমাতে পারছেনা। কর্তৃপক্ষ তাদের ক্ষতি পূরণ দিবে বলে আশ্বাস দিলেও এখন আর দিচ্ছে না।
এ সময় উপস্থিত ছিলেন, আল বিরোনী, রবিউল ইসলাম, মোঃ আব্দুর রহমান, মোঃ আলী হোসেন, মোঃ রবিউল ইসলাম মন্ডল, আল বেরনী, সাতার ইকবার নয়ন, আবেদ আলী, সাইদুল ইসলাম, মনিরুজ্জামান, সাইফুল ইসলাম, গোলাম রব্বানী প্রমুখ।
এ বিষয়ে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম সরকারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওযা যায় নি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET