
বরিশাল প্রতিনিধিঃ- জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। হামলায় নারী ও শিশুসহ পাঁচজন আহত হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা গ্রামের।
জানা গেছে, ওই গ্রামের কবির হাওলাদার গংদের সাথে প্রতিবেশী নাজমুল হাওলাদার গংদের জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। পূর্ববিরোধের জেরধরে বৃহস্পতিবার সন্ধ্যায় নাজমুল হাওলাদার ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষ কবির হাওলাদারের বসতঘরে হামলা চালায়। হামলাকারীরা বসত ঘর ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। হামলায় বাঁধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন কবির হাওলাদার, তার স্ত্রী মনিরা বেগম, পুত্র রেজাউল হাওলাদার, শাহাদাত হাওলাদার ও তার স্ত্রী রুবিনা বেগম।
খবর পেয়ে তাৎক্ষনিক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনেন। এ সময় ঘটনাস্থল থেকে অভি, শামিম ও শাকিল নামের তিন হামলাকারীকে পুলিশ আটক করেছে। এ ঘটনায় আহত শাহাদাত হাওলাদার ওইদিন রাতে বাদী হয়ে প্রতিপক্ষ নাজমুলসহ নয়জনের নাম উল্লেখ করে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।