খোকন হাওলাদার,বরিশাল থেকেঃ- ব্যাটারী চালিত রিক্সার লাইসেন্স দেওয়ার দাবীতে বরিশালে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন সমাবেশ করেছে ব্যাটারী চালিত রিক্সা শ্রমিক মালিক সংগ্রাম কমিটি। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে মানববন্ধন সমাবেশ করে তারা। ব্যাটারী চালিত রিক্সা শ্রমিক মালিক সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক রস্তুম আলী হাওলাদেরর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের উপদেস্টা ডা. মনিষা চক্রবর্তী, সহ-সভাপতি দুুলাল মল্লিক ও সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম সহ অন্যান্যরা। এসময় বক্তারা প্রয়োজনীয় নীতিমালা প্রনয়ন করে শ্রমিক শ্রেণীর মানুষের আয়ের পথ, ব্যাটারী চালিত রিক্সার লাইসেন্স দেওয়ার জন্য জোর দাবী জানান।