১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • বশেফমুবিপ্রবিতে বাসের দাবিতে ব্যাংকে তালা দিলো সাধারন শিক্ষার্থীরা।




বশেফমুবিপ্রবিতে বাসের দাবিতে ব্যাংকে তালা দিলো সাধারন শিক্ষার্থীরা।

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ০৬ ২০২৫, ০২:২৩ | 615 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জনতা ব্যাংকের দেওয়া প্রতিশ্রুতিময় বাসের দাবিতে ব্যাংকের বশেফমুবিপ্রবি ক্যাম্পাস শাখায় তালা দিয়েছে শিক্ষার্থীরা৷
রবিবার (৫ জানুয়ারি) দুপুর ২ টায় ব্যাংকে তালা লাগিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা৷ কর্মকর্তারা বাহিরে চলে আসলে ভিতরে ব্যাংকের নিরাপত্তায় থাকা দুই আনসার সদস্য আটকে পড়ে৷ এতে ব্যাংকের পুরো কার্যক্রম সারাদিনের জন্য ব্যাহত হয়৷ গুরুত্বপূর্ণ লেনদেন করতে পারেনি গ্রাহকরা৷ ব্যাংকে এসে বিড়ম্বনায় পড়তে হয়েছে অনেককে৷ পরে বিকেল ৫ টায় তালা খুলে নিয়ে যায় শিক্ষার্থীরা এবং অবরুদ্ধ দুই আনসার সদস্য মুক্ত হয়৷
গণিত বিভাগের শিক্ষার্থী মোরসালিন বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জনতা ব্যাংক প্রতিষ্ঠাকালীন সময়ে শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিয়েছিল যে, তারা বিশ্ববিদ্যালয়ে একটি বাস প্রদান করবে। কিন্তু ব্যাংকের কার্যক্রম শুরু হওয়ার এতগুলো বছর পেরিয়ে গেলেও তারা সেই প্রতিশ্রুতি পূরণ করেনি। বিভিন্ন সময়ে আমরা তাদের সাথে এই বিষয়ে আলোচনা করলেও প্রতিবারই তারা বিভিন্ন নিয়ম-কানুন ও অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে গেছেন। এমতাবস্থায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে সিদ্ধান্ত নিয়েছে যে ব্যাংকের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে। ব্যাংক কর্তৃপক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের জন্য বাস প্রদান নিশ্চিত করার আগে ব্যাংকের কার্যক্রম চালু করা হবে না। আমরা আশা করছি, ব্যাংক কর্তৃপক্ষ দ্রুত তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে এবং শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিকে সম্মান জানাবে।”
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী লিটন আকন্দ বলেন, “জনতা ব্যাংকে তালা দেওয়া হয়েছে এই কারনে যে গত দুই বছর থেকে ব্যাংক বিশ্ববিদ্যালয়ে একটি বাস দেওয়ার প্রতিশ্রুতিতে প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত দিচ্ছে না৷ জানিনা আগের প্রশাসনের সাথে কিভাবে লেঁয়াজু মেন্টেইন করে তারা সাধারণ শিক্ষার্থীদের বাস আটকে দিয়েছে৷ কিন্তু এখন শিক্ষার্থীদের বাস দরকার অথচ তারা ২ মাস ধরে প্রসেস দেখায় এজন্য শিক্ষার্থীরা আজ ব্যাংকে তালা দিয়েছে৷ যতক্ষন পর্যন্ত ওনারা বাস দেওয়ার একটা ফিক্সড টাইম না দিবে ততক্ষণ পর্যন্ত ব্যাংকে খুলবে না৷”
জনতা ব্যাংক পিএলসির বশেফমুবিপ্রবি ক্যাম্পাস শাখার ব্যবস্থাপক শহিদ উল্লাহ বলেন, “বাসের বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি এটা হেড অফিস পর্যন্ত গিয়েছে৷ মঙ্গলবার ময়মনসিংহ বিভাগীয় জিএম ম্যাম আসবেন এবং উপাচার্যের সাথে কথা বলবেন”৷
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের পরিচালক সহকারী অধ্যাপক ড. আল মামুন সরকার জানান, “মূলত বিগত সরকারের সময় এই ব্যাংক কার্যক্রম শুরু করে এবং কার্যক্রম শুরুর আগে শিক্ষার্থীদের পরিবহন সুবিধার কথা বিবেচনা করে একটি বাস দিতে চায় এরই প্রেক্ষিতে এটি সেই সময় থেকেই স্বল্প পরিসরে শুরু হয়ে আসছে৷ কিন্তু বিগত প্রশাসন ছাত্রদের কল্যানে কোন পদক্ষেপ গ্রহন না করে আশ্বাসে ঘুরিয়েছিলো৷ কিন্তু বর্তমান প্রশাসন তথা ভিসি মহোদয় উদ্যোগী হয়ে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশনা দান করে এবং পরিবহন শাখা রেজিস্ট্রারের মাধ্যেমে ব্যাংকের এই শাখার ম্যানজারকে একটি চিঠি দেই যেন দ্রুত একটি বাস দেয় সেই প্রক্ষিতে ব্যাংক ম্যানেজারও হেড অফিসে চিঠি দেয়৷ যেহুতু ব্যাংক কর্তৃপক্ষ প্রতিষ্ঠাকালীন ধরে দিবে দিবে বলে দিচ্ছে না এতে শিক্ষার্থীরা জনতা ব্যাংকের প্রতি আস্থাহীন হয়ে পড়ে এবং আমার সাথে ও ম্যানেজারের সাথে কথা বলে ব্যাংক বন্ধ রাখতে বলে এবং তালা দেয়৷ আগামী একদিন পরে ব্যাংকের উর্ধতন কর্মকতা আসবেন জেনেছি, আমি তাদের কাছে পরিবহন দপ্তর ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে আবারো অনুরোধ করবো এবং সর্বাত্তক প্রচেষ্টা চালিয়ে যাবো৷”
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET