আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :
নিু আয়ের দেশ থেকে নিুমধ্য আয়ের দেশে উত্তরণে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধির গৌরব উদযাপনের জন্য পঞ্চগড়ের আটোয়ারীতে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৯ মার্চ সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমুলক সভায আগামী ২২ মার্চ দিবসটি জাঁকজমকপুর্ণভাবে উদযাপন করতে পরামর্শমুলক বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম সহ উপজেলার সকল সরকারী দপ্তরের কর্মকর্তা, স্কুল, কলেজ,মাদরাসার প্রধান,এনজিও প্রতিনিধি সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।