আশরাফুল ইসলাম জয়, সিরাজগঞ্জ:
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ (১২০৪৮) এর সিরাজগঞ্জ সদর উপজেলা শাখা’র কমিটি গঠন করা হয়েছে। তিন বৎসর মেয়াদি এ নবগঠিত কমিটির সভাপতি পদে মো. শহিদুজ্জামান পলাশ, সাধারণ সম্পাদক পদে এবিএম মোকলেছুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে শাহজাহান সিরাজ কে কন্ঠ ভোটে নির্বাচিত করা হয়। তবে ৭ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করা হবে বলে জানা যায়।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর-২০২৪ খ্রিঃ) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ শহরের মাড়োয়ারি পট্রিতে অবস্থিত হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষে সংগঠনের অন্যান্য শিক্ষক সদস্যদের নিয়ে সকলের উপস্থিতিতে নবকমিটি গঠিত হয়। উক্ত কমিটির নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক গণ বলেন,সহকারী শিক্ষক সমাজ এর কমিটি সকল শিক্ষকের প্রতিনিধিত্ব করবে। এ কমিটির মাধ্যমে অন্যন্য শিক্ষকদের সহযোগিতা করা এবং পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উক্ত কমিটি গঠন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, শিক্ষক নেতা আশিষ কুমার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, শিক্ষক সোহেল রানা। এতে স্বাগত বক্তব্যে রাখেন, শিক্ষক কে.এম. ছানোয়ার হোসেন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষক আরিফ হোসেন। আরও বক্তব্যে রাখেন, শিক্ষক নকুল কুমার সাহা, শিক্ষক শেখর চন্দ্র ঘোষ, শিক্ষক সালাউদ্দিন শিকদার, মোস্তাফিজুর রহমান, শিক্ষক আসাদুর রহমান, সুমাইয়া ইসলাম, মাহমুদা খাতুন, আব্দুল ওয়াহেদ খুশি প্রমুখ। এসময়ে অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।