
বাংলা নববর্ষ উপলক্ষে বাগেরহাটে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের ষ্টেডিয়াম থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা পরিষদ অডিটরিয়াম প্রাঙ্গনে শেষ হয় । সকাল থেকে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন গ্রামীন ঐতিহ্যের নানা ধরনের প্রতিক নিয়ে বাংলা নববর্ষকে বরণ করতে খন্ড খন্ড ভাবে শোভাযাত্রা নিয়ে বাগেরহাট ষ্টেডিয়ামে মিলিত হয়। ঘড়ির কাটায় সকাল ৮টা ১০ মিনিটে বাগেরহাট জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান এর নেতৃত্বে বাগেরহাট ষ্টেডিয়াম থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের রেলরোড, সাধনার মোড় ঘুরে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয় । এ সময় ব্যানার প্লাকার্ড নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশগ্রহন করেন। শোভাযাত্রা শেষে বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তনের সামনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ৭দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরল হাসান। শোভাযাত্রায় পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ, স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় পরিচালক ড: ফকরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: আরিফুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী ভাস্কর দেবনাথ বাপ্পীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
নববর্ষ উপলক্ষে দীর্ঘ ১৮ বছর পর বাগেরহাট জেলা বিএনপির উদ্যেগে শহরে এক ব্যতিক্রমী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের নেতৃত্বে এই বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের পুরাতন বাজার মোড় এলাকা থেকে শুরু হয়ে লঞ্চঘাট, বাজার মোড়, সাধনার মোড় হয়ে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। শোভা যাত্রা শেষে দলীয় নেতাকর্মীদের জন্য পান্তা ইলিশের আয়োজন করা হয় । শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, সৈয়দ নাসির আহমেদ মালেক, হাদিউজ্জামান হিরো, সর্দার লিয়াকত আলি, আসাফউদ্দৌলা জুয়েল, সাহিদা আক্তার, জাহিদুল ইসলাম শান্ত, আলী সাদ্দাম দ্বীপসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। এদিন স্বাধীনতা উদ্যানে দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়। জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাস এর উদ্যোগে ও বিএনপির সহযোগীতায় এক ঝাক উদীয়মান শিল্পী ও নৃত্য শিল্পিদের মনোমুগ্ধকর পরিবেশনায় মুখরিত ছিল স্বাধীনতা মঞ্চ।
নতুন বছরকে বরণ করতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছিল বাগেরহাট প্রেসক্লাব। উপস্থিত অতিথিদের পান্তা ও ইলিশ, বিভিন্ন প্রকার ভর্তা ও দেশীয় নানা ধরনের ফল ও মিষ্টি দিয়ে অতিথিদের আপ্যায়িত করা হয়। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার তৌহিদুল আরিফ, জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম, মনজুরুল হক রাহাত, বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, ফকির তারিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমন্ত্রিত সংবাদ কর্মী এবং প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম সহ বাগেরহাট প্রেসক্লাবের সকল সাংবাদিক ও তাদের পরিবার।
Please follow and like us: