কামরুজ্জামান শিমুল, বাগেরহাট প্রতিনিধিঃ- বাগেরহাট-২ আসনের তরুণ এমপি শেখ সারহান নাসের তন্ময়ের সাথে বাগেরহাট প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের অধ্যাপক জুলফিকার আলী লুলু অডিটোরিয়ামে সকল ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। তিনি বলেন, বর্তমান সরকারের পরিকল্পনানুযায়ী বাগেরহাট শহরকে ভবিষ্যতে একটি আধুনিক উপ শহর হিসেবে গড়ে তোলা হবে।
সেজন্য স্থানীয় সাংবাদিকদের সহযোগিতার প্রয়োজন হবে। এসময় জেলার সংবাদকর্মীরা তাকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন, শেখ আহসানুল করিম, সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণুপ্রসাদ চক্রবর্ত্তী, কোষাধ্যক্ষ ইয়ামিন আলী, নকিব সিরাজুল হক, মীর জায়েসী আশরাফী জেমস, শওকাত আলী বাবু প্রমূখ।