বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় পিতা ও শিশু পুত্র নিহত হয়েছে আহত হয়েছে আরো ৭জন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এবং মরদেহ উদ্ধার করে। আহতদের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, পটুয়াখালী থেকে একটি মোটর সাইকেলযোগে একই পরিবারের তিন আরোহী যশোর গদখালী এলাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। শনিবার (২২ জুন) সকাল ৯টার দিকে খুলনা-বাগেরহাট আঞ্চলিক মহাসড়কের ধরের ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাগেরহাটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় পটুয়াখালী জেলা সদরের বুরিয়া এলাকার মৃত মুসলিম হোসেনের ছেলে মোটরসাইকেল চালক খলিলুর রহমান (৪৫) এবং তার এক বছরের ছেলে হিসামের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপর আরোহী তার স্ত্রী মিনু বেগম (৩৫) কে গুরুতর আহত অবস্থায় ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান জানান, শনিবার সকাল ৯টার দিকে খুলনা-বাগেরহাট আঞ্চলিক মহাসড়কের ধরের ব্রিজ এলাকায় বাগেরহাটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পিতা পুত্রের মৃত্যু হয়েছে। অপরারোহীকে চিকিৎসার জন্য ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হয়েছে। মরদেহ দুটি পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
অপর দুর্ঘটনায় সকাল ১০টার সময় খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার কানার পুকুর নামক স্থানে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ও ভ্যানযাত্রীসহ ছয়জন আহত হয়েছেন। আহতরা হলেন- সজিব শেখ (১৯), মো. সাদেক (১৮), মো. আল-আমিন (১৮), আসমা বেগম (৫৫) মো. ছালাম (৪০) এবং শিশু জারিন খাতুন (১১)। আহতরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেন ফকিরহাট মডেল থানার ওসি মো. আশরাফুল আলম।
Please follow and like us: