২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




বাগেরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০১ ২০২৫, ২০:০৮ | 631 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাট জেলা শ্রমিক দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক নির্যাতিত বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাড়াপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে নির্বাচনের ঘোষনা দেওয়ার পরে এই অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ এই নেতার। শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন ।
লিখিত বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন বলেন, ছাত্রজীবন থেকে জাতীয়তাবাদী দলের কর্মী। ২০১৩ সালে দলের চরম দূর্দিনে আমি জাতীয়তাবাদী শ্রমিক দল, বাগেরহাট জেলা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ছিলাম। ২০১৩ সালের ১১ আগস্ট, ২০১৪ সালের ২১ এপ্রিল, ২০১৫ সালের ৬ জানুয়ারি পর্যায়ক্রমে আমার নামে তিনটি নাশকতার মামলা দেয়। এসব মামলায় ২০১৬ সালের ১৫ জানুয়ারি আমাকে গ্রেপ্তার করে আওয়ামী লীগের পালিত পুলিশ সদস্যরা। পরে কারা ফটক থেকে গ্রেপ্তার করে আবারও কারাগারে প্রেরণ করা হয়। এভাবে চলতে থাকে আমার ও আমার পরিবারের উপর অত্যাচার। এলাকায় থাকলে ব্যবসা প্রতিষ্ঠান দখল ও প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরিবার পরিজন নিয়ে বাধ্য হয়ে প্রাণ বাচাতে খুলনা চলে যাই। আজব্দি আমার পরিবারের সদস্যরা খুলনা শহরে রয়েছে।
কিন্তু পরিতাপের বিষয় শেখ আছাদুজ্জামান নামের এক ব্যক্তি আমাকে বিতর্কিত করতে ব্যস্ত। এজন্য তিনি একটি মানববন্ধন করিয়িছেন। মানববন্ধনে তিনি বলেছেন, জেলা বিএনপির কিছু নেতা টাকা খেয়ে আওয়ামী লীগের দোসর আব্দুল আল মামুনকে ওয়ার্ড বিএনপির সদস্য পদ দিয়েছে। এবং ওয়ার্ড বিএনপির সভাপতি করার জন্য শতাধিক আওয়ামী লীগের কর্মীকে বিএনপির প্রাথমিক সদস্য পদ দিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব মো. মোজাফফর আলম।
মূলত আমি কাড়াপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড (গোবদিয়া) বিএনপির সভাপতি পদে নির্বাচনের ইচ্ছা পোষন করার পরে শেখ আছাদুজ্জামান এই অপপ্রচার চালাচ্ছেন। বিএনপির তৃণমূলের কর্মীরা মূলত আমাকে ভালবাসে। এতে ইর্ষান্বিত হয়ে, এসব অপপ্রচার চালাচ্ছে। শেখ আছাদুজ্জামান জেলা বিএনপিকে নিয়েও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আপনাদের মাধ্যমে বাগেরহাটবাসীকে আরও জানাতে চাই, মানববন্ধনকারী শেখ আছাদুজ্জামান বিগত দিনে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহন করেছেন। জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক খান আবুবক্কর সিদ্দিকের ছত্রছায়ায় থাকায় নানা অপরাধও করেছেন। সরকার পতনের পর এলাকায় লুটপাট ও অগ্নিসংযোগ করেছেন তিনি। এঘটনায় মামলাও হয়েছে, এ নিয়ে বিভিন্ন পত্রিকায় তার বিরুদ্ধে সংবাদ প্রচার হয়েছে। মূলত বিগত দিনের অপরাধ ও মামলা থেকে বাঁচার জন্য তিনি বিএনপিতে পদ বাগানোর চেষ্টা করছেণ।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করেছি। ভবিষ্যতেও করতে চাই। এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান এই নেতা।
সংবাদ সম্মেলনে, বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড (গোবরদিয়া) বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশীদ হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন শেখ, বিএনপি নেতা মোঃ এশারাত আরী, সরদার মাসুদুর রহমান, কাজী মতিয়ার রহমানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের অভিযোগ অস্বীকার করে শেখ আছাদুজ্জামান বলেন, দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে আছি। শহর যুবদলের সাধারণ সম্পাদক ও কাড়াপাড়া ইউনিয়ন বিএনপির কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছি।  এসব অভিযোগ মিথ্যা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET