
বাগেরহাটে বেশরগাতী সাইন্স ও টেকনোলজি ইনস্টিটিউট (BSTI) এর নবনির্মিত ভবন ও ফ্রি চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা সদরের বেশরগাতী এলাকায় ‘লতিফ মাষ্টার ফাউন্ডেশন’ এর উদ্যোগে নবনির্মিত BSTI ভবন এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ।
ড.মোঃ ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন লতিফ মাস্টার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সিপিএ মোঃ রফিকুল ইসলাম জগলু। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিঃ এটি এম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম, যুগ্ন আহবায়ক খাদেম নেয়ামুল নাসির আলাপ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেক, শাহেদ আলী রবি, ডাক্তার আব্দুর রহমান, ফকির তারিকুল ইসলাম, সরদার লিয়াকত আলি, মাহবুবুর রহমান টুটুল, সুজন মোল্লা, আসাফুউদ্দৌলা জুয়েল, জাহিদুল ইসলাম শান্ত, আইয়ুব আলী মোল্লা বাবু, এডভোকেট সাজ্জাদ হোসেন, শরীফ মোস্তফা জামান লিটু, বেগ শামীম হাসান, সরদার জাহিদ হোসেন, ইমরান খান সবুজ, আলী সাদ্দাম দ্বীপ, সরদার নাসির উদ্দিন লনি প্রমূখ নেতৃবৃন্দ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট জন, গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকগন এবং বেশরগাতি স্বপ্ননীড় বৃদ্ধ নিবাস ও এতিমখানা, পাঠাগার, রকেট স্পোটিং ক্লাব, লতিফ মাস্টার জামে মসজিদ পরিচালনা পর্ষদের সদস্যসহ স্থানীয় হাজার হাজার জনতা। ২৮, ২৯ ও ৩০ অক্টোবর তিন দিন একই স্হানে গরীব, অসহায় দুস্হদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হবে বলে জানান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সিপিএ রফিকুল ইসলাম জগলু।
Please follow and like us: