
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন করেছে বাগেরহাট জেলা বিএনপি। রবিবার (১৯ জানুয়ারি) খেলা ১১ টায় বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শেখ মুজিবুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, আহবায়ক কমিটির সদস্য হাজরা আসাদুল ইসলাম পান্না, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা কৃষকদলের সভাপতি আসাফউদ্দৌলা জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ জাহিদুল ইসলাম শান্ত, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলী সাদ্দাম দ্বীপ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা, জেলা জাসাসের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনা, বিএনপি নেতা শেখ তৌহিদুল ইসলাম, শেখ আবুল কালাম আজাদ, খায়রুল আজাদ আরজু, মাইদুল ইসলাম মিন্টু, মলঙ্গী আসাদুজ্জামান।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক হাদিউজ্জামান হিরো।
Please follow and like us: