আজিম উল্যাহ হানিফ:
মালয়েশিয়ায় মৃত্যুবরণ করা লাকসামের রেমিট্যান্স যোদ্ধা শরীফ উল্লাহ ভূইয়ার দাফন সম্পন্ন হয়েছে। তাকে গতকাল বেলা ১০ টা ৩০ মিনিটে আশকামতায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে বাবা ও ভাইয়ের পাশে দাফন করা হয়। উল্লেখ্য যে: ছোটবেলায় শরীফ হারান পরিবারের কর্তা পিতা মোবারক হোসেন ভূইয়াকে। ছোট ভাই শহীদ উল্লাহ ভূইয়াসহ একসাথে দীর্ঘদিন চাকরি করেছেন নাঙ্গলকোট বাজারের হাজী মিজানের মালিকাধীন প্রতিষ্ঠান ‘হাজী ফটোস্ট্যাট’ এ। চাকরির পাশাপাশি পড়াশোনা চালিয়ে গেছেন দুইজনই। ২০১৫ সালে পানি শূণ্যতা ও কিডনী রোগে মৃত্যুবরণ করে ছোট ভাই শহীদ উল্লাহ ভূইয়া (২৬)। মৃত্যুর আগে শহীদ অবশ্য হাপানিয়া মাদ্রাসায় নৈশপ্রহরী হিসেবেও নিয়োজিত ছিলেন। পরিবারের হাল ধরতে স্¦চ্ছলতার আশায় মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন শরীফ উল্লাহ ভুইয়া। এরই মাঝে নাঙ্গলকোটের মৌকারা ইউনিয়নের লাউয়াছড়া গ্রামে বিয়ে করেছিলেন, দাম্পত্য জীবনে ৪ বছরের একটি মেয়ে, ৩ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। গত ৩ সেপ্টেম্বর রবিবার রাত ৯টার সময় মালয়েশিয়ায় স্ট্রোক করেন শরীফ। সেখানকার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন তাকে। সকল কাগজপত্র হিসাব নিকাশ মিটিয়ে গ্রামে আনা হয় শরীফের লাশ। জানাযার নামাজ অনুষ্ঠিত হয় বাড়ির আঙ্গিনায়। জানাযার নামাজে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি নেতা ও মক্রবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু, মাস্টার হায়াতুন্নবী মানিক, মাস্টার নুরুন্নবী রতন, হাজী মিজানুর রহমান, মৌলভী আবদুল করিম ভূইয়া, মাওলানা এনায়েত প্রমুখ।