
বাগেরহাট খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে রবিবার (২৭ অক্টোবর) সকাল দশটায় জেলা সদরের বারুইপাড়া ইউনিয়নের উজলপুর বাজারে দরিদ্রদের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম। খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার বক্তিয়ার হুসাইনের চাল বিতরণের আয়োজন করে। এ সময় প্রত্যেককে ৩০ কেজি করে চাউল প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হারুন শেখ, সাবেক যুবদল নেতা ফকির মাসুম বিল্লাহ, মৎস্যজীবী দলের সদর উপজেলার আহ্বায়ক মোস্তফা শেখ, বারুইপাড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট নুরুল ইসলাম, বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য জিয়াউর রহমান লিটু, সাবেক ছাত্রনেতা শহীদ মলংগী, বিএনপি নেতা মস্তাফিজ মল্লিক, আলহাজ্ব মনিরুজ্জামান, আলহাজ্ব তারিক সরদার ইউপি সদস্য পপলু ও ছাত্রনেতা সাগর সর্দার মাসুম সর্দার
Please follow and like us: