সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ট্রান্সমিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।
উপজেলার সুলকাবাদ ইউনিয়নের মহুকুড়া গ্রামে এ মৃত্যুর ঘটনাটি ঘটেছে। নিহত যুবকের পরিচয় পুলিশ ও স্থানীয়রা নিশ্চিত হতে পারেনি।
গতকাল রোববার সকালে মহুকুড়া গ্রামের লোকজন সড়কের পাশে পল্লী বিদ্যুতের খুঁটির নীচে তাকে পড়ে থাকে দেখে পুলিশে খবর দেন। পরে বিশ্বম্ভার পুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে মরগে প্রেরণ করে।
স্থানীয়রা জানান, ট্রান্সফরমারের শব্দ শুনে সকালে গিয়ে তার মরদেহ দেখতে পান গ্রামবাসী। তবে, সে এ এলাকার না,তাকে তাৎক্ষণিক কেউ চিনতে পারেননি। গ্রামবাসী ধারণা করছেন, সে ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছে। তার মৃত দেহের সঙ্গে টেস্টার, প্লাস ও রেঞ্জ ছিল।
বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাওসার আলম জানান, লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাটিয়েছে পুলিশ।
Please follow and like us: