
“জলাতঙ্ক: মৃত্যু আর নয়, সবার সাথে সমন্বয়” স্লোগান সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার লটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে র্যালী করা হয়। পরে উক্ত স্কুলের অডিটোরিয়াম কক্ষে আলোচনা সভা সম্পন্ন হয়।
র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী অফিসার মোবাস্বের আলম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শামীম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুন ইয়াকুব, লটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজসহ অত্র স্কুলের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us: