বিশ্ব দৃষ্টি দিবস-২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে, প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হাসপাতালের আয়োজনে এবং আন্তর্জাতিক সংস্থা সাইটসেভার্স-এর সহযোগিতায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০ টায় সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন। তিনি বলেন, চোখের সুস্থতা রক্ষায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত চক্ষু পরীক্ষা, স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমেই দৃষ্টি সংরক্ষণ সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইটসেভার্সের জেলা সমন্বয়কারী তপন কুমার, প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি চক্ষু হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার মির্জা আহমেদ আলি এবং সহকারী ব্যবস্থাপক টি এম মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, চিকিৎসক, নার্স, হাসপাতালের কর্মচারী ও স্বাস্থ্যসচেতন নাগরিকবৃন্দ। বক্তারা চোখের যত্নে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে চক্ষুস্বাস্থ্য রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।










