এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জের দামাইক্ষেত্র বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
বীরগঞ্জ উপজেলার দামাইক্ষেত্র বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি প্রধান শিক্ষক মহেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে গতকাল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, দামাইক্ষেত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি, সাবেক এমপি মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, বীরমুক্তিযোদ্ধা প্রেমানন্দ রায়।
এসময় প্রধান অতিথি বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। সু-শিক্ষা ছাড়া কোন ব্যক্তি প্রতিষ্ঠিত হতে পারে না। তাই সকল শিক্ষার্থীদের সু-শিক্ষিত হিসেবে গড়ে উঠতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ প্রদান করছে।
আলোচনা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘটে।