
খুলনার আলোচিত সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন মোল্লার চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ।
এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে প্রথমে বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন মোল্লাকে দুর্বত্তরা যে স্থানে গুলি করে হত্যা করে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং পরে মসজিদে ও ১৬ নং ওয়ার্ড আ’লীগের অফিসে বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
নিহাতের বড় ছেলে আলমামুন সুমন মোল্লা বলেন, সবার কাছে অনুরোধ আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেনো তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন মোল্লা এলাকার ভূমি দস্যুদের পরিকল্পনায় ভাড়াটিয়া খুনিদের হাতে গত ১৪ জুন, ২০১৭ ইং তারিখ (বুধবার) ইফতারের পর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেনকে লক্ষ্য করে একাধিক গুলি করে। ঘাড়ে, হাতে ও বুকে গুলি লেগে ঘটনাস্থলেই শাহাদাত হোসেনের মৃত্যু হয়। তার শরীরে সর্বমোট ১১টি গুলি বিদ্ধ হয়।