উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ন্যশনাল সার্ভিস কমসূচির তিন মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বেলকুচি উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার ওলিউজ্জামানের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুল নাহার সিদ্দকা।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার কর্মকার, বেলকুচি উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এ কে এম ইউসুফজী খাঁন, ন্যশনাল সার্ভিস কমসূচির শিক্ষার্থী মাওলানা আল আমিন, রাজীব হোসেন, রাজীব কুমার রায়, রোজিনা খাতুন, হাসান মাহমুদ, অন্তরা মেহেদী প্রমুখ।