
ইউসুফ আহম্মেদ, উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ শাজাদপুর থানার গাড়াদহ ইউনিয়নে চরনবীপুর ব্রীজরে মাঝে উল্লাপাড়া থানার নলসোন্দা গ্রামের
আলহাজ্ব মোঃ নজাবত আলীর পুত্র মোঃ নজরুল ইসলাম বাবুল(৫০) এর লাশ উদ্ধার করেছে শাজাদপুর থানা পুলিশ।
ঘটনা স্থলে গিয়ে তার বড় ভাই মোঃ আবুল হোসেন মানিক এর কাছ থেকে জানা যায়, গত-(১৮ ফ্রেরুয়ারী) রবিবার থেকে তিনি নিখোঁজ । তিনি আরো জানান আমার ভাই মাকড় কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন ।
ঘটনা স্থলে প্রত্যক্ষদর্শীরা জানান তিনি একজন ভাল লোক ছিলেন, এবং পুলিশ পরিদর্শক রাকিব আহমেদ জানান ঘটনাটি তদন্ত শেষে সঠিক তথ্য জানা যাবে ।