
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ- আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণ সংযোগে ব্যস্ত মহেশপুর-কোটচাঁদপুরের কৃতিসন্তান জনমানুষের একান্ত আপনজন, দেশদরদী, দানশীল ব্যক্তি ও সাবেক কুটনৈতিক ও বঙ্গবন্ধু আওয়ামীলীগ আইনজীবি পুরিষদের কেন্দ্রীয় নেতা ব্যারিষ্টার মোহাম্মদ আলী। গত ২ শে এপ্রিল ঝিনাইদহের মহেশপুর উপজেলার খাশিলপুর, বাঁশবাড়িয়া ইউপির গাড়াপোতা বাজার, ভাবদিয়া গ্রাম, পাবনাপাড়া গ্রাম, শ্যামকুড় ইউপির তালসার বাজার সহ বিভিন্ন গ্রাম, নেপা ইউপির সেজিয়া বাজার সহ কযেকটি গ্রামের খেটে খাওয়া নিরহী জন মানুস বাজারে অবস্থিত আ’লীগের তৃর্ণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সকল গগ মানুষের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে তাদের সুখ দুঃখের খবরা-খবর নিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন মনোনীত হয়ে নৌকা প্রতীকের প্রার্থী হয়ে সংসদ সদস্য হওয়ার উচ্ছা পোষণ কারী ব্যারিষ্টার মোহাম্মদ আলী। ঐ সময় তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার উদাত্ত আহব্বান জানান। গণ সংযোগের সফর সঙ্গী হিসাবে ছিলেন আওয়ামীলীগ নেতা যথাক্রমে খায়রুল হোসেন সাথী, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আব্দুল মান্নান ঢালী, অসিত সাহা, মামুন হোসেন প্রমুখ।