১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন তরুণ সাংবাদিক শাহীন আলম

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ১৬ ২০২৪, ০২:৪০ | 623 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মফস্বলে বর্ষসেরা পুরস্কারপ্রাপ্ত ও বহুল প্রচারিত সাপ্তাহিক চৌদ্দগ্রাম পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ শাহীন আলম আঞ্চলিক পত্রিকা ক্যাটাগরিতে ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন। রোববার ঢাকায় ডেইলী স্টার ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার তাঁর হাতে ক্রেষ্ট, সনদ ও ৩০ হাজার টাকার চেক তুলে দেন। এ ছাড়া অন্যান্য ক্যাটাগরিতে আরও আটজন এই অ্যাওয়ার্ড পেয়েছেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, ব্র্যাকের মাইগ্রেশন বিভাগের প্রধান শরীফুল ইসলাম হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অভিবাসন খাতে সাংবাদিকদের অবদানকে স্বীকৃতি দিতে ২০১৫ সালে দেশে প্রথমবারের মতো প্রবর্তিত হয় ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড। এ বছর নবমবারের মতো এই পুরস্কার দেওয়া হয়। তিনি সাপ্তাহিক চৌদ্দগ্রাম ছাড়াও দৈনিক মানবজমিন পত্রিকা ও নয়া আলো অনলাইনে চৌদ্দগ্রাম প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
শাহীন আলম ১৯৯৪ সালে চৌদ্দগ্রাম পৌরসভার ৯নং ওয়ার্ডের রামচন্দ্রপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম ফজলুল হক ও মাতা ফাতেমা বেগম।
এদিকে চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোঃ শাহীন আলমের এই সফলতায় চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ ও সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসাইনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET