
মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের মনু ভুঁইয়া পাড়া গ্রামের ছেরু হাফেজ বাড়িতে আগ্নিকাণ্ডে ৬ পরিবারের ঘরে থাকা সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১২ লাখ টাকা হতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানাযায়, রবিবার (১৫ মার্চ) দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার সময় প্রথমে ছৈয়দুল হকের পাকের ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তে আগুনের লেলিহানে ৬টি ঘর পুড়ে নিঃস্ব হয়ে যায় হতদরিদ্র ৬টি পরিবার।
ক্ষতিগ্রস্তরা হলেন, শাহ আলম, মোঃ রবিন, মোঃ নুরুল ইসলাম,মোঃ সাদ্দাম, মোঃ নিজাম, সৈয়দুল হক। তাদের পরণের কাপড় ছাড়া কিছুই রক্ষা হয়নি। আগুনে ঘর পুড়ে যাওয়ার পর ৬টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই নেই কোথায়।
স্থানীয় ইউ.পি. সদস্য মাহফুজ মিয়া জানান, আবু তোরাব বাজারের গার্ড হতদরিদ্র ছৈয়দুল হকের পাকের ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। বর্তমানের পরিবার গুলো খোলা আকাশের নিছে মানবেতর জীবন যাপন করছে।
মিরসরাই ফায়ার ফায়ার সার্ভিস এর ষ্টেশন অফিসার ইমাম হোসেন জানান, পাকের ঘর থেকে আগুনের সুত্রপাত হয়েছে। রাত ১২.৪৫ টায় খবর পেয়ে দ্রুত আমরা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। তবে হতদরিদ্র পরিবারগুলো কিছুই বাঁচাতে পারেনি।
Please follow and like us: