নয়া আলা ডেস্কঃ- যশোরের শার্শার চটকাপোতা গ্রাম থেকে আজ একটি বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ আরিকুল ইসলাম (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে যশোর জেলা ডিবি পুলিশ। আটক আরিকুল ইসলাম উপজেলার চটকাপোতা গ্রামের আ. রাজ্জাকের ছেলে ও শার্শা উপজেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক।
যশোর জেলা ডিবি পুলিশের এসআই মুরাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আরিকুল নিজ বাড়িতে অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে। এই সময় সেখানে ডিবির পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরিকুল পালিয়ে যাওয়ার প্রাক্কালে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। তার নামে আগেও কয়েকটি মামলা রয়েছে। তার নামে অস্ত্র আইনে শার্শা থানায় একটি মামলা হয়েছে।