যারা মানুষের অধিকার হরণ করবে তারা আমাদের দলের কেউ না। আমরা দলে কোন ভেদাভেদ চাই না । প্রত্যেকটা মানুষের জন্য নিরাপদ একটি সমাজ গঠন করতে চাই । সমাজের সবাই যেন নিরাপদ বোধ করে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা তারেক রহমান মানুষের মুক্তির উদ্যোগ গ্রহণ করেছেন। তার হাতকে শক্তিশালী করতে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে হবে। কথাগুলো বলেছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক পরিবেশবিদ লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। শুক্রবার (১লা নভেম্বর) বিকেল তিনটায় মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত সম্প্রীতি সভায় প্রধান আলোচকের বক্তৃতায় তিনি এ কথাগুলো বলেন।
আলোচনার শুরুতে লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম মোংলা উপজেলার সাবেক চেয়ারম্যান সুন্দরবন ইউনিয়নের কৃতি সন্তান মৃধা নজরুল ইসলামসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের স্মরণ ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তাছাড়া ঢাকায় আনসার বাহিনীর হাতে আহত হয়ে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণকারী যুবদল নেতা মোহাম্মদ শাহিন শেখের মাতা কুলসুম বেগম তার স্ত্রী ও সন্তানদের প্রতি সমবেদনা জানান ও তাদের সহায়তা প্রদান করেন।
সুন্দরবন ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ ইসমাইল মোছাল্লী খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, মোংলার সাবেক পৌর মেয়র ও মোংলা পৌর বিএনপির আহবায়ক মোঃ জুলফিকার আলি, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা শেখ আব্দুল হালিম খোকন, মোংলা থানা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান হাওলাদার, মোংলা পৌর বিএনপি’র সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, বিএনপি নেতা শেখ রুস্তম আলী, আবু হোসেন পনি, রামপাল উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, যুবনেতা সাইফুল ইসলাম, খালিদ মাহমুদ সোহাগ, সুব্রত মজুমদার সহ পৌর উপজেলা ও সুন্দরবন ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিএনপি নেতা খান জাহান সরদার ও এইচ এম নাসির।
লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম তার বক্তৃতায় আরো বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার সরকার জনগণ ও গনতন্ত্রকে ভূলণ্ঠিত করেছে। আমরা চাই শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে মানুষের জন্য কাজ করতে। আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে একজন আলোকিত মানুষ করে আমাদের এই জনপদ তাদের জন্য রেখে যেতে চাই। আলোচনায় ড. ফরিদুল ইসলাম সুন্দরবন নিয়ে বলেন যদি সুন্দরবন বাঁচে তাহলে আমরা বাঁচবো। সুন্দরবন রক্ষা নিশ্চিত করতে হবে।
Please follow and like us: