১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




রাধানগর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২০ ২০২৫, ০০:৫৫ | 647 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় ছাগলনাইয়ার রাধানগর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সহজ ও স্বল্প খরচে গ্রাম আদালতে বিচার নিষ্পত্তির বিষয়ে আলোচনা ও ভিডিও চিত্র প্রদর্শনীর মাধ্যমে স্থানীয়দের অবহিত করা হয়। গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাধানগর  ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা। রাধানগর ইউনিয়নের পরিষদের প্রশাসক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র সভাপতিত্বে এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ফরহাদ হোসাইনের সঞ্চালনায় সভায় রাধানগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বেলায়েত হোসেন, ইউপি সদস্য বৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, ধর্মীয় নেতা, ছাত্র প্রতিনিধি, গণমাধ্যমকর্ম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিচারিক চাহিদা এবং যথাযথ আইনি সেবা প্রদানের ক্ষেত্রে অধিকতর সংবেদনশীল করা, স্থানীয় জনসাধারণ বিশেষ করে নারী, শিশু,দরিদ্র ও বিপদাপন্ন জনগোষ্ঠীর ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে তারা যাতে সংঘঠিত অন্যায় সমূহের প্রতিকার চাইতে পারে সেসব বিষয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি বাংলাদেশ গ্রাম আদালতকে সক্রিয় করে উচ্চ আদালতের মামলার চাপ কমিয়ে জনসাধারণ যাতে অধিক অর্থ, সময় এবং হয়রানির শিকার না হতে হয় সে বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও গ্রাম আদালত কি এবং গ্রাম আদালতের আইন, গ্রাম আদালতের সুবিধা সমুহ, গ্রাম আদালত গঠন ও বিচার প্রক্রিয়া, গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা, মামলার ফিস ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET