২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




রায়গঞ্জে বিশ্ব স্বীকৃতির মহিমা নিয়ে ৭ মার্চ পালন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ০৭ ২০১৮, ২০:২৪ | 730 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম এ মালেক,সিরাজগঞ্জঃ ঐতিহাসিক ৭ মার্চের ভাষন বিশ্ব ইতিহাসের এক অন্যান্য দলিল হিসেবে ‘ইন্টারন্যাশনাল মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার’-এর অন্তভুক্ত হওয়াই রায়গঞ্জ উপজেলা আ’লীগের উদ্দ্যোগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান বুধবার সন্ধ্যায়(৭ই মার্চ) ধানগড়া বাস্টেন্ড চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

রায়গঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অধ্যক্ষ গাজী রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও চান্দাইকোনা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান খাঁন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ,বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা সম্প্রীতি মঞ্চের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়,পৌর মেয়র আব্দুল্লাহ আল-পাঠান, প্র‍য়াত এমপি ইসহাক হোসেন তালুকদারের পুত্র এ্যাড. ইমরুল হোসেন তালুকদার,শিল্পপতি টি.এম লুৎফর রহমান দিলু,উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম মাইকেল,সাধারণ সম্পাদক গোলাম হাসান সুমন সরকার,সেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদি হাসান ইলিয়াস,সাধারণ সম্পাদক আল-আমিন সরকার,ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,পৌর আ’লীগের সভাপতি বাবুল আক্তার (বাবলু) প্রমূখ্য।

উক্ত আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সভায় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ ৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসন থেকে আ’লীগের মনোনয় প্রত্যাশী আবুল কালাম আজাদ হৃদয় বলেন,ঐতিহাসিক ভাষণের দিনটি এবার এসেছে ভিন্ন মহিমায় কারন ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের স্মারক হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর এই প্রথম দিবসটি উদযাপিত হচ্ছে বাংলাদেশে।

সুদীর্ঘ আন্দোলনের এক পর্যায়ে ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতা সংগ্রামের ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তৎকালীন রেস কোর্সের (সোহরাওয়ার্দী উদ্যান) জনসমুদ্রে ২৩ বছরের বঞ্চনার ইতিহাস মাত্র ২৩ মিনিটে তুলে ধরে একাত্তরের সেদিন বঙ্গবন্ধু বলেছিলেন,আমরা যখন মরতে শিখেছি কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না।

রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কবি নির্মলেন্দু গুণের ভাষায়- ‘তারপর থেকে স্বাধীনতা শব্দটি আমাদের’।

উল্লেখ্য যে, উক্ত আলোচনা সভায় রায়গঞ্জ উপজেলা আ’লীগ, যুবলীগ,সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ তৃনমূলের নেতাকর্মীরা সতস্ফূত ভাবে অংশগ্রহণ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET