নাঙ্গলকোট প্রতিনিধিঃ- লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের দৌলতপুর টেকনিক্যাল স্কুল এন্ড কমার্স কলেজের উদ্যোগে গতকাল রবিবার গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম ও নাঙ্গলকোট কারিগরি ও বাণিজ্য কলেজের অধ্যক্ষ সায়েম মাহবুবের রোগ মুক্তি কামনায় কলেজ মিলনায়তনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ সৈয়দ আহম্মদ সুজনের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আবদুল গফুর বিএসসি, প্রভাষক আবু তৈয়ব মজুমদার, তানভীর হাছান, নাঙ্গলকোট প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মাঈন্ধসঢ়; উদ্দিন দুলাল, সাবেক মেম্বার মীর হোসেন, সমাজসেবক জাকির হোসেন, সহকারি শিক্ষক দেলোয়ার হোসেন, হাছিনা আক্তার, আনোয়ার হোসেন, শিউলি আক্তার প্রমুখ। মিলাদ পরিচালনা করেন-হাফেজ ফজলুর রহমান।