মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোটারঃ- তীব্র শীতে রাজধানীর বিভিন্নস্থানে অসহায় ও দুঃস্থ শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে চলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম।
তারই ধারাবাহিকতায় গতকাল ১৫ জানুয়ারি ২০১৮ রোজ সোমবার বাদমাগরিব রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে এক হাজারের অধিক কম্বল বিতরণ করেন তিনি।
তেজগাঁও বিভাগের ব্যবস্থাপনায় এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খাঁন, এম,পি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম(বার), পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খাঁন বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ সমগ্র ঢাকা শহরকে যেভাবে নিরাপত্তার চাদরে ঢেকে আপনাদেরকে নিরাপত্তা দিচ্ছে, ঠিক তেমনি মানব সেবায়ও পিছিয়ে নেই তারা। তাই তীব্র শীতে শীতার্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে তারা। তিনি বক্তব্যে আরো উল্লেখ করে বলেন, বর্তমান পুলিশ মানবতার পুলিশ, মানবসেবার পুলিশ।
পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, আপদে-বিপদে, সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজি আমরা কঠোর হস্তে দমন করে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করেছি।
এ সময় তিনি আরো বলেন, জঙ্গিবাদ নির্মূলে আমরা দিন-রাত জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধুর দেশে কোন জঙ্গিবাদের স্থান হবে না। জনগনের নিরাপত্তা যারা বিঘ্নিত করবে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে।