২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • হরেক-রকম
  • শ্রীপুরের সাফারী পার্কে ঠাঁই হলো উদ্ধার হওয়া কুমিরের




শ্রীপুরের সাফারী পার্কে ঠাঁই হলো উদ্ধার হওয়া কুমিরের

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১১ ২০২১, ১৭:০৬ | 971 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফরিদপুর সদর উপজেলা থেকে আটকে পড়া বিরল প্রজাতির মিঠাপানির সেই কুমিরটির ঠাঁই হয়েছে শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে। গত (০৯ আগষ্ট) সোমবার বিকেলে নর্থ চ্যানেল ইউনিয়নের জলিল মোল্লার ডাঙ্গী গ্রামের বাসিন্দারা কুমিরটিকে আটক করেন। পরে সেখান থেকে বন্য প্রাণী সম্প্রসারণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা অঞ্চলের কর্মকর্তারা গিয়ে কুমিরটিকে উদ্ধার করেন।

ইতিপূর্বে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে একটি পুরুষ মিঠাপানির কুমির থাকায় উদ্ধার হওয়া মাদি এই কুমিরটিকে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের ব্যবস্থাপনায় সাফারী পার্কে আনা হয়েছে বুধবার দুপুরে।

বনবিভাগের কর্মকর্তারা জানান, মিঠাপানির কুমির ২০০০সালে পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত আর্ন্তজাতিক সংস্থা, আইইউসিএন (ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসারভেশন অব নেচার) স্থানীয় ভাবে বিলুপ্ত ঘোষনা করেন। বিলুপ্ত ঘোষনা করার আগে বাংলাদেশের জলাধারগুলোতে শেষ বারের মতো এ ধরনের কুমির দেখা গিয়েছিল ১৯৬২সালে।

তবে এর আগে ২০১৯ সালে  পাবনা সদর উপজেলার দড়ি ভাউডাঙ্গা গ্রামে পদ্মা নদীতে আটকে পড়া একটি পুুরুষ কুমিরকে উদ্ধার করে গাজীপুরের সাফারী পার্কে আনা হয়েছিল। বর্তমানে পুরুষ ও মাদি এক হওয়ায় মিঠাপানির কুমিরের বংশবৃদ্ধির একটা সম্ভাবনা তৈরী হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান বলেন, মিঠাপানির এসব কুমির একসময় দেশের জলাশয়গুলোতে দেখা গেলেও এখন কিন্তু মহাবিপন্ন। তবে দু’ধাপে উদ্ধার হওয়া পুরুষ ও মাদি কুমিরের ঠাঁই সাফারী পার্কে হওয়ায় প্রজননে একটি আশার আলো তৈরী হয়েছে। হস্তান্তর করার পর পার্কের একটি বেস্টনীতে বর্তমানে কুমিরটিকে একাকী পর্যবেক্ষনে রাখা হয়েছে। পর্যবেক্ষণ শেষে পুুরুষের সাথে তাকে দেয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET