
গাজীপুরের শ্রীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৬০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে গ্রেফতার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উপড় অভিযান চালিয়ে ১৬০ বোতল মদসহ দু’জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার মৃত আমির হামজার ছেলে ইমরান হোসেন এবং নেত্রকোনা সদর থানার মৃত শাহাবুদ্দিনের ছেলে আরিফ হোসেন বাপ্পি।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শ্রীপুর উপজেলার জৈনা বাজার ফুটওভার ব্রিজের নিচে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে তল্লাশি চালায়। অভিযানকালে নেত্রকোনা থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা।
পুলিশ জানায়, প্রাাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা এসব মাদকদ্রব্য শ্রীপুর মাওনা এলাকার বাসিন্দা তাজুল ইসলামের কাছে বিক্রির উদ্দেশ্যে এনেছিল। তবে তাজুল ইসলাম পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার মো. যাবের সাদেক। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।