গাজীপুরের শ্রীপুরে করোনা ভাইরাসের প্রকোপ কমাতে চলমান কঠোর লকডাউনে সরকারি বিধি নিষেধ অমান্য করে শো-রুম খুলে পণ্য বেচাকেনার অপরাধে সিঙ্গার ও বেস্ট ইলেকট্রনিক্স শো-রুমকে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থ দন্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় বিল্লাল মাস্টার সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত শো-রুম দুটিকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারিক সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুন। এসময় সাথে ছিলেন, প্রধান মন্ত্রীর শিক্ষা সহয়তা ট্রাস্টের সিনিয়র সহকারী সচিব যাদব সরকার ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আলী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, মাস্ক না পরা, স্বাস্থ্যবিধি না মানায়, অযথা চলাচল ও দোকানপাট খোলা রাখার অপরাধে অভিযান চালিয়ে ১৩ টি মামলায় ৫ হাজার ২শ ১০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।