মোঃ আব্দুল গফুর,বশেফমুবিপ্রবি প্রতিনিধি-
‘ন্যাশনাল কনভেনশন অন স্টুডেন্টস কোয়ালিটি সার্কেল-২০২৪’ এ যোগ দিলেন ঢাকার বজলুল হক খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক কর্নেল (অবঃ) কাজী শরীফ উদ্দিন। ৫ই নভেম্বর থেকে ৭ই নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া কনভেনশনে তিনি বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন।সম্মেলন উদ্বোধনের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে এবং সমাপনী দিনে কোয়ালিটি এডুকেশন বিষয়ে
কি -নোট স্পিকার হিসেবে মূল্যবান বক্তব্য দিবেন।
ন্যাশনাল কনভেনশন অন স্টুডেন্টস কোয়ালিটি সার্কেল-২০২৪’ এর আয়োজন করছে শ্রীলঙ্কার সাবরাগমুওয়া প্রদেশের শিক্ষা মন্ত্রণালয়।
ন্যাশনাল কনভেনশন অন স্টুডেন্ট কোয়ালিটি সার্কেল সমগ্র অঞ্চল জুড়ে সরকারি স্কুলের উল্লেখযোগ্য প্রতিভা এবং দক্ষতা শিক্ষার্থীদের উদযাপন করে। এবার শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের কৃতিত্ব প্রদর্শন ও উদ্ভাবনে উৎসাহিত করা হবে।
সাবেক চৌকস এই সেনা কর্মকর্তা কর্নেল শরীফ একাধারে নিরাপত্তা বিশ্লেষক, লেখক ও কলামিস্ট।ঢাকার মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের সাবেক এই অধ্যক্ষ দুবাইতে পরপর দুইবার ‘প্রিন্সিপাল অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছিলেন। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিচালকেরও দায়িত্ব পালন করেন।
তিনি অস্ট্রেলিয়াতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ, দক্ষ প্রশাসক হিসেবে ২০১৫ সালে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর থেকে ইজিএল ও ২০১৬ সালে ইউনিভার্সিটি অব কুয়ালালামপুর থেকে উচ্চতর প্রশিক্ষণ নেন।
Please follow and like us: