২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




সাফারি পার্কে জেব্রা পরিবারে নতুন অতিথি

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০৪ ২০২১, ২০:২৩ | 1025 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রার পালের জন্ম নিয়েছে নতুন অতিথি। শুক্রবার সকালে নতুন অতিথির জন্ম হয় বলে জানিয়েছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান। এ নিয়ে সাফারি পার্কে ২৭টি জেব্রা রয়েছে ।
পার্কসূত্রে জানা যায় শুক্রবার সকালেই প্রথমবারের মতো তাদের চোখে পড়ে শাবক সহ মা জেব্রাটি। শাবকটিকে দেখে শুক্রবার ভোরে জন্ম হয়েছে বলে তারা ধারণা করছেন। এখনো পর্যন্ত শাবকটি শারীরিকভাবে সুস্থ আছে। এর আগে গত বুধবার পার্কে একটি ওয়াইল্ডবিস্টের জন্ম হয়েছে ।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানিয়েছেন, মা জেব্রা ও শাবকটি সুস্থ আছে। তবে শাবকটি নারী নাকি পুরুষ তা জানা যায়নি। পার্ক কর্তৃপক্ষের আন্তরিকতায়ও নিয়মিত পরিচর্চায় এখানে সবগুলো প্রাণীর স্বাস্থ্য ভালো। উপযুক্ত পরিবেশ নিশ্চিত হচ্ছে তাদের।  এজন্য প্রাকৃতিক প্রজনন ঘটছে ধারাবাহিকভাবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET