
গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রার পালের জন্ম নিয়েছে নতুন অতিথি। শুক্রবার সকালে নতুন অতিথির জন্ম হয় বলে জানিয়েছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান। এ নিয়ে সাফারি পার্কে ২৭টি জেব্রা রয়েছে ।
পার্কসূত্রে জানা যায় শুক্রবার সকালেই প্রথমবারের মতো তাদের চোখে পড়ে শাবক সহ মা জেব্রাটি। শাবকটিকে দেখে শুক্রবার ভোরে জন্ম হয়েছে বলে তারা ধারণা করছেন। এখনো পর্যন্ত শাবকটি শারীরিকভাবে সুস্থ আছে। এর আগে গত বুধবার পার্কে একটি ওয়াইল্ডবিস্টের জন্ম হয়েছে ।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানিয়েছেন, মা জেব্রা ও শাবকটি সুস্থ আছে। তবে শাবকটি নারী নাকি পুরুষ তা জানা যায়নি। পার্ক কর্তৃপক্ষের আন্তরিকতায়ও নিয়মিত পরিচর্চায় এখানে সবগুলো প্রাণীর স্বাস্থ্য ভালো। উপযুক্ত পরিবেশ নিশ্চিত হচ্ছে তাদের। এজন্য প্রাকৃতিক প্রজনন ঘটছে ধারাবাহিকভাবে।