২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • সাবেক এমপি শিবলী সাদিককে প্রধান আসামী করে ১১৩ জনের নামে হত্যা মামলা দায়ের




সাবেক এমপি শিবলী সাদিককে প্রধান আসামী করে ১১৩ জনের নামে হত্যা মামলা দায়ের

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ২৬ ২০২৪, ১৭:৪৫ | 670 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুর-৬ আসনের আওয়ামীলীগ সমর্থিত সাবেক সংসদ সদস্য শিবলী সাদিককে ১নং আসামী এবং বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলীকে ২নং আসামী করে ১১৩ জনের নাম উল্লেখ পূর্বক বিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) নিহত রশিদুল ইসলামের মামা বিপ্লব আলম বিলু বাদী হয়ে হত‍্যা মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি কাটলা উচ্চ বিদ‍্যালয় মাঠে কাটলা ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের চেয়ারম্যান ইউনুস আলীকে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে তৎকালীন এমপি শিবলী সাদিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালে আওয়ামীলীগের নেতাকর্মীরা নৌকার বিপক্ষে ভোট করায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাজির হোসেনের কর্মী দক্ষিণ কাটলা (ধানহাটি) গ্রামের মৃত নুরুল হুদার ছেলে রশিদুল ইসলামকে কাটলা সরকারি গোডাউনের সামনে থেকে জোরপূর্বক ধরে এনে অনুষ্ঠানস্থলে পিটিয়ে হত্যা করেন। সেই সময় আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকায় এবং আওয়ামীলীগের নেতাকর্মীদের হুমকির কারণে পরিবারের লোকজন কোন প্রকার মামলা না করেই মৃতদেহ দাফন করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামীলীগ সরকার বিদায় হওয়ার পরে রশিদুল ইসলাম হত্যার বিচার ও আসামিদের শাস্তি চেয়ে হত্যা মামলাটি দায়ের করা হয়েছে বলে এজাহার সুত্রে জানা গেছে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক হত্যা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ইতিমধ্যেই মামলার এজাহার নামীয় ৩জন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং অপর আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব‍্যহত রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET