
সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সুনামগঞ্জ সদর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের মামলার আসামি সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মহিবুর রহমান মানিককে গ্রেফতার করা হয়েছে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, মহিবুর রহমান মানিকের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময় মামলা রুজু হয়। তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এএসপি ইমরান খান।
গেল ৪ আগস্টে সুনামগঞ্জে ছাত্রজনতার উপর হামলা মামলার ৩ নং আসামি মহিবুর রহমান মানিক।
উল্লেখ্য ২ সেপ্টেম্বর সুনামগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নির্জন কুমার মিত্রের আদালতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এরোয়াখাই গ্রামের নাজির আহমদের ছেলে হাফিজ আহমদ বাদী হয়ে ছাত্রজনতার উপর হামলার অভিযাগে দ্রুত বিচার আইনে আদালতে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওয়ালী আশরাফ খান জানান, মামলার অন্যতম আসামি সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিক ঢাকায় গ্রেফতার করেছে র্যাব। সঙ্গীয় ফোর্সসহ আমি এখন ঢাকা দিকে রওনা হচ্ছি। গ্রেফতারকৃত আসামিকে থানায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন তিনি।