
রাজশাহীতে বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদায় ১৬৭তম টিআরসি জানুয়ারী ২০২৪ ব্যাচের মনোজ্ঞ প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত আইজিপি মাসুদুর রহমান ভূঞা।
প্রধান অতিথি কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রশিক্ষণে ৩৩৪ জন প্রশিক্ষণার্থীর মধ্যে মোঃ সাজ্জাদুল ইসলাম (পিএ/৫৪৪) বেস্ট টিআরসি হিসেবে নির্বাচিত হন।
এছাড়া বিষয় ভিত্তিক শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে বেস্ট একাডেমিক হিসেবে-মোঃ সুমন আলী (পিএ/৫৪২), বেস্ট ইন ফিল্ড এক্টিভিটিজ এবং বেস্ট শ্যুটার পৌরব চন্দ্র রায় (পিএ/১৪৫) নির্বাচিত হন।