
তুষার আহমেদ
সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাই স্কুল মাঠ পাঙ্গনে জাতীয়তাবাদী পরিবারের আয়োজনে ৮ দিন ব্যাপী অমর একুশে বই মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬ টায় অমর একুশে বই মেলার শুভ উদ্বোধন করেন, সলঙ্গা থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, মো. আব্দুল আলীম সরকার।
উক্ত বই মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা বিএনপি’র সাবেক সভাপতি, মো. মতিয়ার রহমান সরকার।
অনুষ্ঠানে বক্তা বলেন, যারা ভবিষ্যতে সোনার বাংলার নেতৃত্ব দিবে তাদেরকে বেশি বেশি করে বই পড়ে জ্ঞান অর্জন করতে হবে। শিক্ষা প্রসারে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যুবকদের মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, যৌন হয়রানি থেকে মুক্ত রাখতে বই পড়ার কোন বিকল্প নেই।দেশকে দুর্নীতি, মাদক মুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
অমর একুশে বই মেলাটি সভাপতিত্ব করেন সলঙ্গা থানা ছাত্রদল আহ্বায়ক হারুনর রশীদ হিরন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সলঙ্গা থানা ছাত্রদল সদস্য সচিব, মো.সুলতান মাহমুদ (সুজন)। এসময় সলঙ্গা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আল-মামুন , সদস্য সচিব মো. কাবলু মিয়াসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।