সিরাজগঞ্জে মহাত্মা লালন সাঁঈ’র ১৩২ তিরোধান দিবস উপলক্ষে লালন স্মরণোৎসব পালিত হয়েছে। ২১ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে সিরাজগঞ্জ শহরের মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ লালন সংসদের আয়োজনে এই লালন স্মরণ উৎসব অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানটি লালন সংসদের সভাপতি মোঃ তারিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মোহাম্মাদ শাহীন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নূর দীপু, কামারখন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য ও সিরাজগঞ্জ লালন সংসদের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবে খোদা টুটুল সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ গৌর।
অনুষ্ঠানে বিশিষ্ট বাউল শিল্পী কানাই দাস বাউল কে সংবর্ধিত করা হয়। পুরা অনুষ্ঠানটি বর্ণাঢ্য আয়োজনে লালনের বিভিন্ন গীতি গানের মাধ্যমে হলভর্তি দর্শক দের মন জয় করেন।