সিরাজগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৪ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০ টার দিকে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিস চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়কপ্রদক্ষিণ করে পরে সিভিল সার্জন অফিস এর কনফারেন্স রুমে বিশ্ব দৃষ্টি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও ডেপুটি সিভিল সার্জন, ডা. আ.ফ.ম. ওবায়দুল ইসলাম। এছাড়াও চোখের দৃষ্টি দিবসের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল সিরাজগঞ্জ এর চক্ষু কনসাল্ট্যান্ট ডাঃ ফাতেমাতুজ্জোহরা,মেডিকেল অফিসার ডাঃ কামরুল ইসলাম, সাইটসেভার্সের জেলা সমন্বয়কারী তপন কুমার, বিএনএসবি চক্ষু হাসপাতাল, সিরাজগঞ্জের প্রোগ্রাম কো-অর্ডিনেটর, মির্জা আহমেদ আলি, বিএনএসবি চক্ষু হাসপাতাল, সিরাজগঞ্জের এ্যাসিস্টেন্ট ম্যানেজার, টি এম মাহমুদুল হাসান, সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিবৃন্দ।