এস. এম. আশরাফুল ইসলাম জয় :: ৩৯তম জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন উপলক্ষে সিরাজগঞ্জে চলছে শতাধিক কন্ঠে গানের ব্যাপ প্রস্তুতি। সেই সাথে জেলা প্রশাসক, সাংস্কৃতিক ব্যক্তিত ও সাংবাদিকদের সাথে করা হয়েছে মতবিনিময় সভা।
আজ শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় সিরাজগঞ্জ পৌর শহরের সবুজ কানন স্কুল এন্ড কলেজের হল রুমে এই সম্মিলন গানের প্রস্তুতি অনুষ্ঠিত হয়।
এসময় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি জান্নাত আরা তালুকদার হেনরী বলেন, সম্ব্যব্য আগামী ৬থেকে ৮ মার্চ ২০২০ ইং সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। তিনি আরো জানান, সারাদেশের প্রতিনিধি ছাড়াও সংস্কৃতি অঙ্গণের বিভিন্ন পেশায় জড়িত গুণিজন অংশগ্রহণ করবে সম্মেলনে। সম্মেলন সফল করতে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি শুরু করেছে সম্মিলন পরিষদের প্রতিনিধিরা। এ সময় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় সদ্যস, মোঃ রকিবুল হাসান রবিন, মোঃ নূরে আলম হীরা সাধারণ সম্পাদক রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা।