সিরাজগঞ্জ জেলার ওয়ার্ড পর্যায়ে প্রথম বাংলাদেশ জামাতে ইসলামীর অফিস ও পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল ৪ টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের ১৫ নং ওয়ার্ড মিরপুর গ্রামের এই অফিস ও পাঠাগার উদ্বোধন করা হয়।
অফিস উদ্বোধনী অনুষ্ঠানটি ১৫ ওয়ার্ড মিরপুর গ্রামের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি তাহসিন আবরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শহর শাখার আমীর অধ্যাপক আব্দুল লতিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর শহর শাখার সাধারণ সম্পাদক, মাওলানা মোস্তফা মাহমুদ।,
এসময় বক্তারা বলেন, তৎকালীন জালিম আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনার হুকুমে লগি-বৈঠার বর্বরোচিত হামলার মাধ্যমে জামায়াত শিবিরের নাম মুছে ফেলতে চেয়েছিলো এবং আমাদের নেতা কর্মীদের শুন্য করতে চেয়েছিলো। সে দিন ঢাকা পল্টন ট্রাজেডি সহ সাড়া দেশে প্রায় দেড় হাজার জামায়াত শিবিরের নেতাকর্মী ও সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের বিনিময়ে আজকের এই সুন্দর দিন পেয়েছি। আগামীতে আর কোন অপশক্তি যেন এরকম তান্ডব না চালাতে পারে সেই জন্য আমাদের অতন্দ্র প্রহরী হিসেবে ভুমিকা পালন করতে হবে। সুন্দর এই বাংলাদেশ কে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা। বক্তব্য শেষে দেশের সকল শহীদের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।