সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন জমা পত্র দিলেন মানবিক যোদ্ধা, উদার মনের ব্যক্তিত্বের অধিকারী জেলা আওয়ামী লীগের সাবেক আজীবন সভাপতি বীর মুক্তিযোদ্ধা ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদারের কনিষ্ঠ পুত্র শামিম তালুকদার লাবু।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে জেলা পরিষদ কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দান কালে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক সুলতান মাহমুদ, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়া রহমান মুন্সি প্রমূখ।