সুনামগঞ্জে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় সুনামগঞ্জ প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৈশাখী টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি কর্ণ বাবু দাস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রওনক আহমদ বখত, সহ সভাপতি আল হেলাল, সাধারণ সম্পাদক মাসুম হেলাল, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, গণপূর্ত অধিদফতরে উপ-বিভাগীয় প্রকৌশলী ইমরান হোসেন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক আবু সাঈদ, মানবাধিকার কর্মী নুরুল হাসান আতাহার, মরহুম আবুল কালাম আজাদ স্মৃতি পরিষদের সভাপতি হাজি আবু সাঈদ, মেডিকেল টেকনোলজিস্ট কামরুজ্জামান কামরুল, নাজমুল হোসেন, সাংবাদিক ঝুনু চৌধুরী, ফরিদ মিয়া, একে কুদরত পাশা,আনোয়ারুল হক,বাবুল মিয়া, আমিনুল হক, সামছুল কাদির মিসবাহ,শহীদ নূর আহমেদ, আব্দুল বাছির,এম আর সজিব, মোহাম্মদ নূর, তানভীর হোসেন সহ আরো অনেকে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৈশাখী টেলিভিশন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শুভাকাঙ্ক্ষী রা।
আলোচনা সভায় সংবাদ প্রচারে বৈশাখী টেলিভিশনে নিরেপক্ষতার প্রশংসা করে বক্তারা বলেন, বৈশাখী টেলিভিশন নানা সীমাবদ্ধতার মধ্যেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অগ্রণ ভূমিকা রেখেছে। সমাজের সমস্যা সম্ভাবনা অনিয়ম দূর্নীতি নিয়মিত তুলে ধরেছে। সাধারণ মানুষের কাছে বৈশাখী টেলিভিশন জনপ্রিয়তা ধরে রেখেছে।