ফেনী প্রতিনিধি: সোনাগাজীর চরছান্দিয়া ইউনিয়নের অন্তর্গত নাছির উদ্দিন লন্ডনী সডকের বিভিন্ন স্থানে একপাশ কেটে জমির সাথে মিলিয়ে পেলেছে একই ইউনিয়নের ভূঁঞাবাজার সংলগ্ন এলাকার নিবাসী জাকির ও ডিপটি নামের দুজন লাঠিয়াল ভূমিদস্যু। রাস্তা কেটে জমির সাথে মিলিয়ে পেলার সময় স্থানীয়রা বাধা দিতে চাইলে জাকির নিজেকে ক্ষমতাশীন দলের বড় নেতার ভাই পরিচয় দিয়ে লাঠিসোটা সহ দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভীতিকর পরিবেশ তৈরী করে।
সরেজমিন পরিদর্শনের সময় দেখা যায়, সড়কটির পূর্ব অংশে দক্ষিন পাশে চার জায়গায় রাস্তা কেটে পেলা হয়েছে, কোন কোন স্থানে জমির লেবেল থেকে ৩-৪ ফুট পর্যন্ত রাস্তা কেটে জমির সাথে মিলিয়ে পেলেছে, সামনে বর্ষা এলে রাস্তাটি টিকিয়ে রাখা কঠিন হবে বলে প্রতিয়মান হয়েছে। এসময় সাংবাদিক পরিচয় পেয়ে এলাকার বেশ কিছু লোক জড়ো হয়ে ভূমি দস্যু এসব লাঠিয়াল দের বিষয়ে নানা অভিযোগ অনুযোগ দিতে থাকেন, মন্নান নামের একজন বলেন তারা রাস্তা কেটে পেলছে কিন্তু আমরা ভয়ে বাধা দিতে পারিনি, বাধা দিলে আমাদের উপর জুলুম করবে, হালিমা নামের একজন স্থানীয় নারী বলেন এই রাস্তাটি হয়েছে আজ ১৫বছর, রাস্তাটির কারনে এখানে বসতি গড়ে উঠেছে এখানকার জমির দাম বেড়েছে, কিন্তু রাস্তাটি তারা যেভাবে কেটে পেলছে তা বড় অন্যায় করেছে, যারা রাস্তা কেটেছে আমরা তাদের বিচার চাই, এসময় সমবেত এলাকার লোকজন বলেন যারা রাস্তা কেটেছে তারা যদি রাস্তাটি আবার ঠিক না করে দেয় তাহলে আমরা এসব ভূমি দস্যুদের বয়কট করবো।
রাস্তা কেটে জমি বৃদ্ধি করার বিষয়ে জানতে চাইলে ইনটেক প্রপার্টিজ এর এম.ডি ও লন্ডনী পাড়া নিবাসী এম. ফখরুল ইসলাম বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে সড়কটি প্রথমে আমরা পারিবারিক অর্থায়নে নির্মান করি এবং পরে ইউনিয়ন পরিষদের জিম্মায় দিয়ে দেই, রিভিশান জরিপে সড়কটি ১২ফিট পাশ হিসাবে রেকড ভূক্ত হয়, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন প্রকল্পের আওতায় পাকা করণের জন্য সডকটি অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভূক্ত রয়েছে, এলাকার জনসাধারণের ব্যাঘাত সৃষ্টি করে যারা সডকটি কেটে পেলছে তারা নিঃসন্দেহে অন্যায় করেছে।
ইনটেক প্রপার্টিজ এর চেয়ারম্যান ও লন্ডনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আশ্রাফ উদ্দিন লন্ডনী টেলিফোনে এই প্রতিবেদক কে বলেন, যে বা যারা রাস্তাটি কেটে পেলছে তারা স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর সাথে জুলুম করেছে, এমতাবস্থায় সামনে বর্ষা এলে রাস্তাটি পুরোপুরি ভেঙে যেতে পারে মন্তব্য করে তিনি আরো বলেন আমরা চাই যারা রাস্তাটি কেটেছে তারাই ঠিক করে দিক তাহলে এই নিয়ে কোন জামেলা থাকবেনা।
এবিষয়ে জানতে চাইলে চরছান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন বলেন, রাস্তা কাটার বিষয়টি আমি শুনিনি কেউ অভিযোগ ও দেয়নি কেউ অভিযোগ দিলে আমি প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।
গত ২ নভেম্বর বিশেষ কাজে লন্ডনীপাড়া পরিদর্শনের সময় রাস্তা কেটে পেলার বিষয়টি সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন আহম্মদের নজরে আনলে তিনি বলেন আপনারা কেউ একজন অভিযোগ দিন, আমি প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা নেবো, অপরাধি যত প্রভাবশালীই হোক না কেন অপরাধ করে কেউ পার পাবেনা।
অভিযুক্ত জাকির জানিয়েছেন রাস্তাটি তৈরী করার সময় আমার জমি থেকে বেশি অংশ মাটি ভরাট করা হয়েছে তাই আমি রাস্তার পাশ কেটে জমি ঠিক করেছি, রাস্তাতো ১৫বছরের পুরোনো এতদিন পরে কেন এই দাবী? এমন প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন তিনি।
Please follow and like us: