
দ্বিতীয় দিন মঙ্গলবার বেলা বারোটায় সিনিয়র যুগ্ম সচিব ডঃ ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সচিব মোহাম্মদ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব শামীম হাসান এবং খন্দকার রুহুল আমিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, নির্বাহী প্রকৌশলী শফিকুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার হাবিবুর রহমান, বিএনপি নেতা শাহেদ আলী রবি, মনিরুল হক ফরাজী, সরদার লিয়াকত আলি, শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন, শাহিদা আক্তার প্রমুখ নেতৃবৃন্দ। এ দিন ঢাকা খুলনা ও বাগেরহাটের বেশ কয়েকজন চিকিৎসক দিয়ে প্রায় ২ হাজার রোগীকে সেবা দেওয়া হয়।
প্রথম দিন সোমবার বেশরগাতী সাইন্স ও টেকনোলজি ইনস্টিটিউট (BSTI) এর নবনির্মিত ভবন ও ফ্রি চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল আরিফ। ড.মোঃ ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন লতিফ মাস্টার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সিপিএ মোঃ রফিকুল ইসলাম জগলু। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্তগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, মুক্তিযোদ্ধা ও সমাজকর্মীগন উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ৭৫০ এর অধিক চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা সেবা এবং ফ্রি চশমা ও ঔষধ প্রদান করা হয়।
সিপিএ রফিকুল ইসলাম জগলু বলেন, লতিফ মাস্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে মডেল মসজিদ, কলেজ, লাইব্রেরি, ক্লাব, এতিমখানা ও বৃদ্ধাশ্রম নির্মাণ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর সুযোগ সুবিধা স্থানীয় এলাকা ও বাগেরহাটবাসী বেশি ভোগ করবে। তারাই সুবিধা নিবে। সকলের সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর ৯৫ ভাগ কাজ শেষ হয়ে গেছে। ইতিমধ্যে পাঠাগার রকেট স্পোটিং ক্লাব এতিমখানা ও বৃদ্ধা নিবাস চালু হয়ে গেছে। কলেজ সোমবার উদ্বোধন করা হয়েছে, মসজিদের কাজ কিছুটা বাকি রয়েছে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃত্তি প্রদান, প্রাকৃতিক দুর্যোগে নগদ অর্থ ও খাবার সরবরাহ এবং অসহায় ও দুস্থদের মাঝে পোশাক ও খাবার বিতরণ অব্যাহত থাকবে।
Please follow and like us: