
স্মৃতির সুর ধ্বনি
মনোয়ার হোসেন রতন।
একদা, একদিন গানের পাখির ধ্বনি প্রতিধ্বনিময় কণ্ঠস্বর-
আমাকে সপ্রাণ করে রাখতো।
মিষ্টি গলার সপ্রতিভ বুলবুলির
সংগীতের স্রোতধারায়-
মুগ্ধ রূপকে ভালোবেসে
বুকের ভেতরটা যে কতবার
বিমর্ষ উদাস বেদনায়
ডুকরে উঠেছে তা শুধু আমার
অসহায় উৎকণ্ঠিত হৃদয় জানে,
জানেন বিধাতা।
এখনো দূর বহুদূর থেকে
ভেসে আসে সুরের মূর্ছনা
‘কাঁদালে তুমি মোরে…
নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে।’
এরপর বুঝলাম,
কান্নার সঙ্গে ভালোবাসার একটা নিবিড় সম্পর্ক আছে,
সেই সাথে গভীর দুঃখের সঙ্গে আনন্দের।
Please follow and like us: