মো. তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ
দুনিয়ার মজুর এক হও বাংলার মেহনতি মানুষ এক হও এ স্লোগানের মধ্যদিয়ে-কুমিল্লার হোমনা জাতীয় শ্রমিক লীগের ত্রি-বাষিক সম্মেলন সম্পন্ন করা হয়েছে।আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়ন শাখা দড়িচর বাজারে ইউনিয়ন পরিষদ মাঠে জাতীয় শ্রমিক লীগের ত্রি-বাষিক সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা শ্রমিক লীগের সভাপতি
নজরুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা আওয়ামীলীগ দপ্তর সস্পাদক আবুল কাশেম প্রধান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য খন্দকার মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক আলহাজ্ব আব্দুল ওহাব মুক্তার, হোমনা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মো. মহসিন সরকার, ঘাগুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. মোজাম্মেল হক প্রধান, ২নং ঘাগুটিয়া ইউপি সদস্য মো. মফিজুল ইসলাম গনি, সাংবাদিক আব্দুস সালাম ভূইয়া, হোমনা লাইফ কেয়ার হাসপাতালে প্রতিষ্ঠাতা মো. কবির হোসেন প্রমুখ। সম্মেলন পরিচালায় করেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. মাইনুদ্দিন আহাম্মেদ। সম্মেলনে মো. নয়ন মিয়াকে সভাপতি, হেধায়াত উল্লাহকে সাধারণ সম্পাদক করে ঘাগুটিয়া ইউনিয়নে জাতীয় শ্রমিক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।